Home About-us Contact Us Shop Facebook Page

💳 Sharat Telecom রিফান্ড নীতি (Refunds Policy)


Sharat Telecom সর্বদা গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন তাদের অর্ডারকৃত পণ্য নিরাপদে ও সঠিকভাবে পান। তবে কোনো কারণে যদি আপনার অর্ডারে সমস্যা হয় এবং রিফান্ড প্রয়োজন হয়, তাহলে নিচের নীতি প্রযোজ্য হবে।


✅ কোন ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে

  1. ডেলিভারির সময় ভুল পণ্য সরবরাহ করা হলে।
  2. পণ্য ডিফেক্টিভ (ত্রুটিপূর্ণ) বা ক্ষতিগ্রস্ত অবস্থায় প্রাপ্ত হলে।
  3. আপনি যে পণ্যটি অর্ডার করেছেন সেটি স্টকে না থাকলে।
  4. পণ্যের রিপ্লেসমেন্ট দেওয়া সম্ভব না হলে।

🚫 যেসব ক্ষেত্রে রিফান্ড দেওয়া হবে না

  1. গ্রাহকের ব্যবহারের কারণে পণ্য নষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে।
  2. অফার, ডিসকাউন্ট বা বিশেষ প্রোমোশনের আওতাধীন পণ্যের ক্ষেত্রে।
  3. ডেলিভারি পাওয়ার অনেক পরে সমস্যা জানানো হলে।
  4. পণ্যের আসল প্যাকেজিং নষ্ট বা অনুপস্থিত থাকলে।


📦 রিফান্ড প্রক্রিয়া

  1. ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের হেল্পলাইন, ফেসবুক পেজ বা ইমেইলে যোগাযোগ করতে হবে।
  2. সমস্যার প্রমাণ হিসেবে ছবি বা ভিডিও পাঠাতে হবে।
  3. আমাদের টিম সমস্যাটি যাচাই করে রিফান্ডের যোগ্যতা নিশ্চিত করবে।
  4. যাচাই শেষে রিফান্ড অনুমোদন দেওয়া হবে।
  5. অনুমোদনের পর ৭–১০ কর্মদিবসের মধ্যে রিফান্ড সম্পন্ন করা হবে।


💳 রিফান্ডের মাধ্যম

  1. রিফান্ড করা হবে বিকাশ (bKash), নগদ (Nagad) বা ব্যাংক একাউন্টে।
  2. সম্ভব হলে অর্ডারের সময় যে পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সেই মাধ্যমেই রিফান্ড দেওয়া হবে।
  3. ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে অতিরিক্ত প্রসেসিং সময় লাগতে পারে।


ℹ️ অতিরিক্ত তথ্য

  1. রিফান্ড প্রক্রিয়া সম্পূর্ণভাবে Sharat Telecom Return Policy অনুযায়ী সম্পন্ন হবে।
  2. রিফান্ডের সময় গ্রাহককে প্রয়োজনীয় তথ্য (নাম, মোবাইল নম্বর, ট্রানজেকশন নাম্বার ইত্যাদি) প্রদান করতে হবে।
  3. কোনো ধরনের প্রতারণা বা ভুয়া দাবি প্রমাণিত হলে রিফান্ড বাতিল করা হবে।


👉 Sharat Telecom সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ আপনাকে সেরা সেবা দিতে এবং আপনার আস্থা অটুট রাখতে। আপনার সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

0

Categories

Loading categories...

Select a category to view subcategories